৭ দফা দাবিতে পরিবার পরিকল্পনার চিকিৎসকদের মানববন্ধন

দেশে এখন
0

৭ দফা দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের চিকিৎসকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সকালে রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিপীড়িত, নিষ্পেষিত সরকারি চিকিৎসকদের যৌক্তিক দাবি মেনে নেয়া আহ্বান জানানো হয়।

সেইসঙ্গে ডাক্তারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ের দাবিতে মানববন্ধন করা হয়।

যেখানে মহাপরিচালক ও সিনিয়র সচিবের পদত্যাগ, মাঠ পর্যায়ের চিকিৎসকদের পদোন্নতি, চিকিৎসকদের সুরক্ষা আইন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।