দেশে এখন
0

একযুগ পরও উপেক্ষিত চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবি

বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজপথে অবস্থান

১ যুগেরও বেশি সময় ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়ে আসছেন প্রত্যাশীরা। দীর্ঘ সময় পার হলেও দাবি মেনে না নেয়া ও এ সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাজপথে অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীরা।

আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। স্লোগানের পাশাপাশি তুলে ধরেন তাদের দাবির যৌক্তিকতা।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, ১ যুগ ধরে চলা এই দাবি এতদিনেও সমাধান না হাওয়ায় রাজপথে অবস্থান তাদের। বলেন, উন্নত বিশ্বের বেশিরভাগ দেশেই বয়সসীমা ৩৫।

দাবি, মানববন্ধন, আন্দোলন, সমাবেশ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যেনো এটা এখন রাজধানীর নিয়মিত চিত্র। এই ধারাবাহিকতায় সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা।

এদিন, ৩৫ প্রত্যাশীদের সমাবেশে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বলেন তাদের এই যৌক্তিক দাবি মেনে নেয়া উচিত।

এরপর দুপুর ১টার পর শাহবাগের মূল সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে শাহবাগ এলাকায় তৈরি হয় তীব্র যানজট। বিঘ্ন হয় স্বাভাবিক যান চলাচল। এ পরিস্থিতির মধ্যেই আন্দোলন অব্যাহত রাখে ৩৫ প্রত্যাশীরা। এদিন, সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়।

ইএ