ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া শহীদি মার্চ নীলক্ষেত মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে ফার্মগেট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ কর্মসূচি ঘিরে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা দলে দলে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিকেল ৩টার আগেই শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে হাতে জাতীয় পতাকা, বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন তুলে ধরে স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় তারা উচ্ছ্বাস প্রকাশ করেন, বিজয় উদযাপনে উপস্থিত হতে পেরে সন্তোষ প্রকাশ করেন জনতা।
শহীদি মার্চের সামনে থেকে আনন্দ পদযাত্রায় নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা।
এদিকে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আগামীকাল (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বিভাগীয় ও জেলা শহরে সফর কর্মসূচি শুরু হবে বলে জানা গেছে।
এদিন চাঁদাবাজি, অনিয়ম ও বিপ্লব রক্ষায় সারাদেশের জেলা, উপজেলায় যাবে কেন্দ্রীয় সমন্বয়করা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।