সুনামগঞ্জ-২৮ বিজিবি’র তথ্য মতে, গতকাল (শুক্রবার, ৩০ আগস্ট) বিকেলে তাহিরপুরের লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবর অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়।
এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে দু'টি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়। তবে, সুনামগঞ্জ-২৮ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এস এম মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, 'সুনামগঞ্জের তাহিরপুরের শাহিদাবাদ এলাকার সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে পাচারের সময় ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়েছে।'
তবে, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।