স্বাস্থ্য
দেশে এখন
0

মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়ে দ্বিগুণ

১৫ দিন আগের তুলনায় রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে দ্বিগুণ। মঙ্গলবার (২৭ আগস্ট) হাসপাতালটিতে ১১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোগী সামলাতে মুগদা মেডিকেলে খোলা হয়েছে নতুন একটি ওয়ার্ড। রোগী বাড়লে, আরও ওয়ার্ড প্রস্তুত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেঙ্গু রোগী সামাল দিতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার নতুন করে আরও একটি ওয়ার্ড খোলা হয়েছে। বয়স্ক এবং শিশুদের জন্য আগে থেকেই ২টি ওয়ার্ড চালু আছে হাসপাতালটিতে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর পর্যন্ত মুগদা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১১৮ জন। যা ১৫ দিন আগের তুলনায় দ্বিগুণ। এমন পরিস্থিতিতে রোগীর সংখ্যা বাড়লে আরও ওয়ার্ড প্রস্তুত আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলাম বলেন, ‘গত দুইদিনে ডেঙ্গুতে আমাদের এখানে কেউ মারা যায়নি। তার দুইদিন আগে একজনের মৃত্যু হয়েছিল। তবে আপনাদের আগে যা বলেছিলাম, আমাদের এখানে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়ছে।’

তিনি বলেন, গতকাল (সোমবার) আমাদের মোট রোগী ছিল ১০৯ জন। আজকে (মঙ্গলবার) ১১৮ জন। ১৫ দিন আগের এ সংখ্যা ৭০ বা ৫০ এর ঘরে ছিল। তিনটা ওয়ার্ডকেই আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছি। রোগী বেড়ে যাওয়ার কারণে আমরা দ্বিতীয় ইউনিটও চালু করে ফেলেছি।’

এদিকে, রাজধানীর কোথাও কোথাও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও অনেক জায়গায় সে চিত্র ভিন্ন। বিশেষ করে অনেক ওয়ার্ডের কাউন্সিলর পলাতক থাকায় এডিস মশা নিধন প্রক্রিয়া কিছুটা হলেও ব্যাহত হচ্ছে।

তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, কাউন্সিলরদের অনুপস্থিতিতেও মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ড. মহঃ শের আলী বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে কাউন্সিলরদের সেবা প্রদানের বিষয়ে প্রশ্ন থাকতে পারে। তবে এখন পর্যন্ত কাউন্সিলরদের সেবা না পেয়ে সিটি করপোরেশনে চলে এসেছে এমন উদাহরণ নেই। বিশেষ করে আমাদের মশক নিধন কার্যক্রম চলমান আছে।’

চলতি মাসে গত সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। এছাড়া এবছর এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর