দেশে এখন
0

দায়িত্ব বাড়লো চার উপদেষ্টার, কমেছে ড. ইউনূসের

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যমান উপদেষ্টা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ও শারমিন এস মুরশিদের দায়িত্ব বাড়ানো হয়েছে। তবে কমেছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।

আজ (মঙ্গলবার, ২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসেবে অর্থ ও বাণিজ্যের পাশাপাশি এখন থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন সালেহ উদ্দিন আহমেদ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন উপদেষ্টা হাসান আরিফ।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে নতুন দায়িত্ব হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় দেয়া হয়েছে।

এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি উপদেষ্টা শারমিন এস মুরশিদ এখন থেকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা ১০টি থেকে ৬টিতে কমিয়ে আনা হয়েছে। এখন থেকে তিনি মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, খাদ্য, জনপ্রশাসন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে ক্ষমতার ছাড়ার তিনদিনের মাথায় ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। পরে গত ৯ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। পরে কয়েক দফায় দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর