দেশে এখন
0

সচিবালয়ে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও আনসার সদস্যদের মাছে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ (রোববার, ২৫ আগস্ট) রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

দিনভর সচিবালয়ের সামনে অবরোধ করে রাখার পর সন্ধ্যায়ও সেখানে অবস্থান নেন আন্দোলনরত আনসার সদস্যরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা।

পরে রাত সাড়ে ৮টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহসহ অনেককে সচিবালয়ে আনসার সদস্যরা আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে টিএসসির রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে জড়ো হন শিক্ষার্থীরা।

তারা মিছিল নিয়ে সচিবালয়ে আনসার সদস্যদের প্রতিহত করতে ওই এলাকায় যান। রাত ৯টায় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে রাত পৌনে দশটার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এসময় শিক্ষার্থীরা সচিবালয়ের পাশে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন।

ধারাবাহিকভাবে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে রাত ১১টা পর্যন্ত। পরে থেমে থেমে সেখানে চলে সংঘর্ষের ঘটনা।

সচিবালয় থেকে বের হয়ে রাত সাড়ে ১০টায় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 'জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। অন্তর্বর্তী সরকারকে কেউ বিতর্কিত করতে চাইলে ছাত্রজনতা তা প্রতিহত করবে।'

যেসব আনসার ছাত্রদের আহত করেছে তাদের বিচার করা হবে বলেও এ সময় জানান তিনি।

এর আগে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আনসারদের চাকরি জাতীয়করণের সিদ্ধান্ত হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দাবি আদায়ের জন্য আজ রোববার দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাঁদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিলেন না।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর