দেশে এখন
0

টিএসসিতে তৃতীয় দিনের মতো চলছে বন্যার্তদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র-টিএসসিতে চলছে তৃতীয় দিনের বন্যার্তদের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। গণত্রাণ সংগ্রহের বুথে সকাল থেকেই শিক্ষার্থীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ সহযোগিতার হাত বাড়াচ্ছেন।

আজ (শনিবার, ২৪ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, এখন পর্যন্ত টিএসসি থেকে ২০টি ট্রাক ত্রাণ নিয়ে গেছে বন্যাকবলিত জেলা ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের উদ্দেশে।

টিএসসি থেকে প্রথম দিন ২৯ লাখ, দ্বিতীয় দিনে রাত ২টা পর্যন্ত সংগ্রহ ১ কোটি ৪২ লাখ ৫০ হাজার ১৯৬ টাকা সংগ্রহ করতে পেরেছে। গণত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দলমত নির্বিশেষে বন্যা কবলিত মানুষের পাশে সবাইকে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।

মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, বাচ্চাদের খাবার, শুকনো খাবার, পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো কাপড়, স্যানিটারি ন্যাপকিনসহ নানা উপকরণ নিয়ে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেকেই মুঠোফোনে অর্থ সংগ্রহ করছেন, সেসব ব্যাপারে সতর্ক থেকে সঠিক নম্বরে অর্থ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তাদের বিকাশ ও নগদে অর্থ সহায়তা পাঠানোর নম্বর: ০১৮৮৬৯৬৯৮৫৯

রকেট: ০১৮৮৬৯৬৯৮৫৯৭

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর