বৈঠক শেষে গণমাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপির পক্ষ থেকে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো সহযোগিতা বিএনপি করবে বলেও জানান তিনি।
তিনি বলেন, 'গত ১৭ বছর ধরে একটা কথাই বলেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, যারা তাদের কাছে জবাবাদিহি থাকবে। এটাই তো গণতন্ত্রের মূলমন্ত্র। সুতরাং সে জায়গায় দ্বিমত থাকার কোনো সুযোগ নেই।'
আমির খসরু আরও বলেন, 'আমরা সরকারকে বারবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে যারা এই কাজগুলো করবে। আমরা তাদের কোনো সময়সীমা বেধে দেইনি, বরং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে।'