দেশে এখন
0

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

বাংলাদেশের ভবিষ্যৎ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছে বাংলাদেশে অবস্থান করা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সুইজারল্যান্ডে'র রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে গণমাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিএনপির পক্ষ থেকে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো সহযোগিতা বিএনপি করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, 'গত ১৭ বছর ধরে একটা কথাই বলেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, যারা তাদের কাছে জবাবাদিহি থাকবে। এটাই তো গণতন্ত্রের মূলমন্ত্র। সুতরাং সে জায়গায় দ্বিমত থাকার কোনো সুযোগ নেই।'

আমির খসরু আরও বলেন, 'আমরা সরকারকে বারবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার থাকবে যারা এই কাজগুলো করবে। আমরা তাদের কোনো সময়সীমা বেধে দেইনি, বরং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে।'

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর