দেশে এখন
0

পাচারের অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সহযোগিতা চাওয়া হয়েছে। আজ (বুধবার, ২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ হাইকমিশনার সঙ্গে সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের প্রধান এই সহযোগিতা চান।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বলেন, ‘দেশ থেকে পাচার হওয়া টাকা কীভাবে দেশে ফেরত আনা যায় সে বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারের কাছে সহযোগিতা চেয়েছেন ড. ইউনূস। ব্রিটেনে প্রচুর টাকা পাচার হয়েছে, সে টাকা যেন ফেরত আনা যায় সে বিষয়ে হাইকমিশনারের সহযোগিতা চাওয়া হয়েছে।’

পাচার হওয়া টাকা ফেরত এনে দেশের উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানান প্রেস সচিব।

জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কত মানুষ নিহত হয়েছে তা নির্ণয়ে কমিশন গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘কেবিনেটে এসব নিয়ে আলোচনা হচ্ছে।’

tech