দেশে এখন
0

ড. ইউনূসকে ফ্রান্সের প্রেসিডেন্টের অভিনন্দন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান।

চিঠিতে ম্যাক্রো বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন। যেহেতু বাংলাদেশ এখন ক্রান্তিকালে প্রবেশ করছে, আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি শান্তিপূর্ণ ও জাতীয় পুনর্মিলন নিশ্চিত করা। আপনি এরইমধ্যে এই বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন আমি তাকে স্বাগত জানাই।’

চিঠিতে ইমানুয়েল ম্যাক্রো বলেন, ‘বর্তমানে আপনার দেশ জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে জেনে রাখুন, আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি যে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করবো। এর মাধ্যমে মানবাধিকার, সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।’

আরও বলেন, ‘আমরা আপনার নেতৃত্বে সরকারের সঙ্গে কাজ করে আনন্দিত। সেই সঙ্গে আমি আপনার সামনের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাফল্য কামনা করি।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর