দেশে এখন
0

শাহবাগে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের আন্দোলন অব্যাহত

দীর্ঘ ১৩ বছর একই বেতনে চাকরি করে বৈষম্য ও বঞ্চনার শিকার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা চাকরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

আজ (মঙ্গলবার, ২০ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে এই আন্দোলনে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করেন তারা। এতে সারাদেশ থেকে কমিউনিটি ক্লিনিকের ১০ হাজার কর্মচারীরা অংশ নেন।

আন্দোলনকারীদের দাবি তাদের ১৪তম গ্রেড হতে ১২তম গ্রেডে উন্নীত করতে হবে।

এছাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট্রি বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলীকে দুর্নীতিবাজ দাবি করে তার শাস্তির দাবিও জানান তারা।

tech