দেশে এখন
0

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ড. ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে গণতন্ত্র, মানবাধিকার নিশ্চিতে এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (শনিবার, ১৭ আগস্ট) ভারতে থার্ড ভয়েজ অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।

এসময় ১৯৫২ সালে ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকার কথা মনে করিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 'সাত দশক পর গণতন্ত্র, মানবাধিকার আর সাম্য ফিরিয়ে আনতে দ্বিতীয় অভ্যুত্থান করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি বিচারবিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থায় সংস্কারের ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার।'

সম্মেলনে তরুণদের উদ্দেশে নোবেল জয়ী ড. ইউনূস বলেন, 'তরুণদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হবার ভাবনাও থাকা উচিত। কারণ আমাদের দেশের তরুণদের সেই সক্ষমতা আছে। আমাদের দেশের শিক্ষা ও অর্থনীতির ধরনটা কিছুটা ভিন্ন। সবাই চাকুরি নির্ভর। আমরা এ সিস্টেমকে বদলাতে চাই।'

বাংলাদেশে যে পরিবর্তনের হওয়া বইছে সেটা দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদিকে ঢাকায় আমন্ত্রণ জানান তিনি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর