দেশে এখন
0

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলে ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই জব্দের নির্দেশ দেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএফআইইউয়ের একজন কর্মকর্তা জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ করতে বলেছে বিএফআইইউ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর