আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই জব্দের নির্দেশ দেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএফআইইউয়ের একজন কর্মকর্তা জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
ব্যাংকগুলোকে দেয়া এক চিঠিতে আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তিগত বা ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে সব ধরনের লেনদেন বন্ধ করতে বলেছে বিএফআইইউ।