দেশে এখন
0

প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবকিছু পচে গেছে: ড. ইউনূস

প্রাতিষ্ঠানিক পর্যায়ে সব কিছু পচে গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) রাজধানীর আজিমপুরে ঢাকেশ্বরী মন্দিরে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান নোবেলজয়ী এ অর্থনীতিবিদ। দুপুর সোয়া ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে তাকে স্বাগত জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সমস্ত সমস্যার গোঁড়া হলো আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি সবকিছু পচে গেছে। এ কারণে গোলমালগুলো হচ্ছে। কাজেই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে।’

তিনি বলেন, ‘ন্যায়বিচার হলে কে বিচার পাবে না? আমি কি দেখছি এটা কোন জাতের, কোন ধর্মের। আইনে কি এটা বলা আছে? যে অমুক সম্প্রদায় ওই আদালতে যাবে, অমুক ওই আদালতে যাবে। আইন একটাই।’

নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদ বলেন, ‘কার সাধ্য আছে এখানে বিবাদ করার। এটা হতে পারে না। এটা এমন রোগ, এর মূলে যেতে হবে। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কথা আমাদের বলতে হবে, বাক-স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। যেগুলো আছে, এখানে নতুন কোনো বিষয় নেই। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর