আজ (সোমবার, ১২ আগস্ট) দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেটমুক্ত বিচারবিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পরে প্রধান বিচারপতি মানুষের অধিকার প্রতিষ্ঠায়,ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান।
এদিকে ৮ দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের ৮টি বেঞ্চ বসার কথা রয়েছে। আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর সুপ্রিম কোর্ট প্রাঙ্গন।