দেশে এখন
0

ছয় বছর পর চাকরি ফিরে পেলেন জবি শিক্ষক নাসির উদ্দিন

চাকরি থেকে অপসারণের ছয় বছর পর চাকরি ফেরত পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক নাসির উদ্দিন। আজ (রোববার, ১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

রেজিস্টার অধ্যাপক ড. আইনুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।'

এর আগে, বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধার আন্দোলনে ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন শিক্ষার্থীদের সঙ্গে পূর্ণ সমর্থন দিয়ে মাঠে নেমেছিলেন। এরপর হল আন্দোলন থেমে গেলেও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের রোষানলে পড়ে যান।

এরপর ২০১৬ সালে অধ্যাপক পদে প্রমোশনের সময় দু'টি আর্টিকেলের বিষয়ে জালিয়াতি অভিযোগ উঠলে ২০১৮ সালের ২৬ এপ্রিলে এক সিন্ডিকেট সভায় চাকরি থেকে অপসারণ করা হয়।

এরপর হাইকোর্ট থেকে অপসারণ অবৈধ ঘোষণা করলেও চাকরি দেয়া হয়নি এই শিক্ষককে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর