দেশে এখন
0

পদত্যাগ করেছেন আপিল বিভাগের ৫ বিচারপতি

সুপ্রিম কোর্ট ও এর সঙ্গে সম্পৃক্তদের রক্ষায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগ করেছেন। শনিবার দুপুর ২টার দিকে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আজ ( শনিবার, ১০  আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

পদত্যাগ করা আপিল বিভাগের ৫ বিচারপতি হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে সকাল ১১টা থেকে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা দুপুর ১টার মধ্যে বিচারপতির পদত্যাগের আল্টিমেটামও দেয়। যার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে পদত্যাগ করেন ওবায়দুল হাসান।

tech