দেশে এখন
0

ড. ইউনূসের নেতৃত্বে শহীদ মিনারে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা নিবেদন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজ (শুক্রবার, ৯ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টামণ্ডলীর সদস্যরা। সকাল ১১টা ১৫ মিনিটে প্রথমে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেন। পরে অন্য উপদেষ্টারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। সকাল ৯ টা ৫২ মিনিটে প্রধান উপদেষ্টা শহীদদের প্রতি শ্রদ্ধা  নিবেদন করেন। পরে অন্তর্বর্তীকালীন সরকারের  অন্য উপদেষ্টারা ৯টা ৫৭ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে সকাল ৯টা ৩০মিনিটে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের হেলিপ্যাড থেকে প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধ, সাভারের উদ্দেশে যাত্রা করেন।

সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের শেষে তিনি পুনরায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আসেন। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে বঙ্গভবনে (বৃহস্পতিবার, ৮ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। রাত ৯টা ২০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে রাত ৯টা ২০ মিনিটে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এর পরে ৯টা ২৮ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর
‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি-কোটি টাকা অপচয় করেছে’

কোনো দুর্বল ব্যাংক বন্ধ করা হবে না: অর্থ উপদেষ্টা

সংস্কারে এমন সময় নিবেন না যাতে মানুষ ধৈর্যহারা হয়: শামসুজ্জামান দুদু

'জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মানুষের অভ্যাস পরিবর্তন জরুরি'

নতুন দু'জনসহ উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন

গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ আছেন, এখানে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না: ফখরুল

জেনেভা এয়ারপোর্টে আইন উপদেষ্টাকে হেনস্তা, ফেসবুক পোস্টে তারেক রহমানের নিন্দা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন থানজামা লুসাই

বাতিল হচ্ছে বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন

উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়ার চূড়ান্ত অনুমোদন

কেমন পুলিশ চাই, মতামত জানতে চেয়ে বিজ্ঞপ্তি

‘পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিল মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আপসের দৃষ্টান্ত’

‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সম্ভাবনায় পৌঁছাতে পারলে তাতে ভারতের সর্বোত্তম স্বার্থ রয়েছে’