এক্সে এক বার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমার শুভকামনা। আমরা হিন্দু এবং অন্যান্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করি। ভাগাভাগি আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আজ রাত ৯টার পর ড. ইউনূসের নেতৃত্বে ১৩ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।