দেশে এখন
0

বৈষম্যবিরোধী আন্দোলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারে দুই সমন্বয়ক

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এই সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক। তারা হলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেবেন তারা। এ লক্ষ্যেই এরই মধ্যে বঙ্গভবনে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

গত জুলাই থেকে শুরু হওয়া দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মধ্য থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্দোলনের শুরু থেকেই ছিলেন প্রথম সারিতে।

এই আন্দোলন করতে গিয়ে কম দুর্ভোগ পোহাতে হয়নি এসব শিক্ষার্থী প্রতিনিধি বা সমন্বয়কদের। তবে তার ফল পাচ্ছেন এবার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে ঠিকই জায়গা পাচ্ছেন।

জানা যায়, সম্ভাব্য ১৬ উপদেষ্টার তালিকায় যথাক্রমে ৭ ও ৮ নম্বরে রয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ ইউনূস। দুই সমন্বয়ক ছাড়াও উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম।

মো. নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। মা ঘর সামলে সন্তানদের মানুষ করেছেন। ছোট এক ভাই রয়েছে তাঁর।তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তিনি।

আসিফ মাহমুদ আদমজী ক্যান্টমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর