দেশে এখন
0

এখনও কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা: জয়

যুক্তরাজ্য বা অন্য কোনো দেশে এখনও রাজনৈতিক আশ্রয় চাননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

যুক্তরাজ্যে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার গুঞ্জন এবং ব্রিটিশ প্রশাসনের নীরবতার বিষয়ে জানতে চাইলে এ কথা বলেন জয়।

দেশত্যাগের পর বর্তমানে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে কতদিন তিনি থাকবেন, সে বিষয়টি নিশ্চিত করেনি নয়াদিল্লি। ভারতের পর তার পরবর্তী গন্তব্যও অনিশ্চিত।

যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে, এমন খবরের প্রতিক্রিয়ায় জয় জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর গ্রহণের পরিকল্পনা ছিল শেখ হাসিনার। তিনি ওয়াশিংটনে ছেলের কাছে, লন্ডনে আত্মীয়দের কাছে কিংবা দিল্লিতে মেয়ের কাছে- যেকোনো জায়গায় যেতে পারেন বলে জানান জয়।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ জানা নেই উল্লেখ করে জয় জানান, তারা দলীয় নেতাকর্মীদের জীবন নিয়ে উদ্বিগ্ন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর