রাষ্ট্রপতির নির্দেশক্রমে উপপ্রেস সচিব মুহা. শিপলু জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।
এর আগে বিকেল ৩টার মধ্যে বর্তমান সংসদ ভেঙে দেয়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের। সংগঠনটির অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ বেলা ১২টার দিকে এই আল্টিমেটাম দিয়েছেন।
তিনি বলেন, ‘রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন, অনতিবিলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু একটি অভ্যুত্থানের পরও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ঘোষণা করছি, আজ দুপুর ৩টার মধ্যে এই হাসিনার সংসদের বিলুপ্তি করতে হবে। যদি বিকাল ৩টার মধ্যে সংসদ বিলুপ্তির ঘোষণা না আসে, তব আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।’