দেশে এখন
0

জনগণের উদ্দেশে কিছুক্ষণের মধ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান

কিছুক্ষণের মধ্যে জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। আজ (সোমবার, ৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ দুপুর ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন।

জানা গেছে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে জনগণের উদ্দেশে কথা বলবেন সেনাপ্রধান। আইএসপিআর জানায়, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্যধারণ করার অনুরোধ করা হলো।

এর আগে গতকাল রাতে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে আহ্বান জানায় বাংলাদেশ সেনাবাহিনী।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ (গতকাল) থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে উল্লেখ করে এ ব্যাপারে জনগণকে সার্বিক সহযোগিতা করতে সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

tech