দেশে এখন
0

হত্যা-গণগ্রেপ্তারে নিপীড়নবিরোধী শিল্পীসমাজের প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ করেছে গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পীসমাজ। আজ (শুক্রবার, ২ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে এই প্রতিবাদ করেন শিল্পীরা

বৃষ্টির জলে বারবার মুছে গেলেও একটি সাদা কাপড়ে কোটা আন্দোলনে নিহত হওয়া সকল শিক্ষার্থীদের স্মরণে তাদের নাম লেখেন শিল্পীরা। 

সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেপ্তার ও গণমামলা বন্ধ, কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেয়া, কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচারসহ মোট তিনটি দাবি তুলে ধরেন তারা। 

এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সেই এলাকা এবং আশেপাশের এলাকার সাধারণ নাগরিকরাও এই কর্মসূচিতে অংশ নেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর