বৃষ্টির জলে বারবার মুছে গেলেও একটি সাদা কাপড়ে কোটা আন্দোলনে নিহত হওয়া সকল শিক্ষার্থীদের স্মরণে তাদের নাম লেখেন শিল্পীরা।
সেখানে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেপ্তার ও গণমামলা বন্ধ, কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে দেয়া, কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচারসহ মোট তিনটি দাবি তুলে ধরেন তারা।
এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সেই এলাকা এবং আশেপাশের এলাকার সাধারণ নাগরিকরাও এই কর্মসূচিতে অংশ নেন।