জামায়াত নিষিদ্ধে আজই প্রজ্ঞাপন জারি: আইনমন্ত্রী

দেশে এখন
0

জামায়াত নিষিদ্ধে প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজই প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ (বৃহস্পতিবার, ১ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, 'জামায়াত নিষিদ্ধের প্রস্তাবনা আইন মন্ত্রণালয় ভেটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আজকে প্রজ্ঞাপন হবে।'

সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সন্ত্রাস বিরোধী আইনের ১৮/১ ধারায় জামায়াতে ইসলামি, ইসলামি ছাত্র শিবিরসহ এর অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষণা করবে। এবং এটি সন্ত্রাসবিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে সেখানে তালিকাভুক্ত হবে।'

জামায়াতকে নিষিদ্ধ করার পরও তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে রাজনীতি করলে মোকাবিলা করার সক্ষমতা সরকারের আছে বলেও জানান মন্ত্রী।

শিক্ষার্থী আটকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, 'যারা বিশৃঙ্খলার সাথে জড়িত নয় এবং যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের জামিন পেতে রাষ্ট্রপক্ষ উদ্যোগ নিবে।'

এসএসএস