দেশে এখন
0

জামায়াত নিষিদ্ধের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন, যেকোনো সময় প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত নিষিদ্ধের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে, যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে আজ (বুধবার, ৩১ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজই প্রজ্ঞাপন জারি হচ্ছে তা বলতে পারছি না। যেকোনো সময় প্রজ্ঞাপন হতে পারে। নিষিদ্ধের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। সন্ত্রাস দমন আইনে জামায়াত নিষিদ্ধের সুযোগ আছে।’

তিনি বলেন, ‘জামায়াত আগেই নিষিদ্ধ ছিলো। জিয়াউর রহমান এসে আবার তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। এর পর সুশীল সমাজসহ অনেকের দাবি ছিলো দলটিকে পুনরায় নিষিদ্ধ করার। এছাড়া আইসিটি ট্রাইব্যুনালও দলটিকে জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দিয়েছিলো।’

মন্ত্রী বলেন, 'দেশের অশান্তিমূলক পরিস্থিতি জামায়াত-শিবিরই তৈরি করেছে। এত মানুষ নিহত কি পুলিশের গুলিতে হয়েছে? এসব অবস্থা জামায়াত শিবির, বিএনপি করেছে।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা জানতে চেয়েছেন বলেও এ সময় জানান আসাদুজ্জামান খান কামাল।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক কয়েকজন কিশোরের কথা জানতে চেয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ হত্যায় জড়িত সন্দেহে কিশোরদের আটক রাখার বিষয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে বোঝানো হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে, জানমাল রক্ষায় পুলিশ গুলি করেছে, জাতিসংঘের সমন্বয়কারীকে এটা বলা হয়েছে।’

তিনি বলেন, ‘সেনাবাহিনী কেন জাতিসংঘের ইনসিগনিয়া সম্বলিত সাঁজোয়া যান কেন ব্যবহার করেছে জানতে চেয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। ভুলক্রমে তা বের করলেও তা আবার ফিরিয়ে নেয়া হয়েছে, সেটা দিয়ে কোনো অভিযান চালানো হয়নি।'

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর