দেশে এখন
0

'মধ্যপ্রাচ্যে কোটা আন্দোলনের জন্য সাজাপ্রাপ্তদের নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন'

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে কোটা আন্দোলনের জন্য সাজাপ্রাপ্তদের নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মত আলী আরাফাত। আজ (রোববার, ২৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোটা আন্দোলনের সাথে সংহতি দেখাতে গিয়ে সেই দেশগুলোতে অনেকেই আইনের আওতায় এসেছেন এবং সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার তাদের ব্যাপারে খুবই উদ্বিগ্ন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিষয় ঘিরে আমাদের অন্যান্য প্রবাসীরা যেন আর কোন সমস্যার সম্মুখীন না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে দূতাবাসগুলো কাজ করছে। সরকার প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বদ্ধপরিকর।

উল্লেখ্য, বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির আদালত। এদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি

এভিএস