দেশে এখন
0

অস্ত্র লুটের ঘটনা জঙ্গিবাদকে উসকে দেওয়ার উদ্দেশ্যে হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে অস্ত্র লুটের ঘটনা জঙ্গিবাদকে উসকে দেওয়ার উদ্দেশ্যে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (শনিবার, ২৭ জুলাই) দুপুরে যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে সহিংসতায় পুড়ে যাওয়া কয়েকটি জায়গা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'লুট করা এসব অস্ত্র পরবর্তীতে পুলিশকে আক্রমণ করতে ব্যবহার হয়েছে।'

প্রথমে যাত্রাবাড়ির থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, পরে মেয়র হানিফ ফ্লাইওভারের পোড়া টোলপ্লাজা, নারায়ণগঞ্জের মা হাসপাতাল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিবিআইয়ে নারায়ণগঞ্জ শাখার ধ্বংসস্তুপ ঘুরে দেখেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, গেল কয়েকদিনের সহিংসতা বিএনপি-জামায়াতের সংঘবদ্ধ আক্রমণ, ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার প্রমাণ পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল গুজব ছড়াচ্ছে।'

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'জনগণকে এসবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জঙ্গি উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারা এ আন্দোলনে সক্রিয় হয়েছে। বিজিবি-পুলিশের ওপর লুট করা অস্ত্রগুলো তারা ব্যবহার করছে। এমন সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে। যেটা জামাত-বিএনপিদের কাছে।'

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর