তারেক রহমান লিখেছেন, ‘মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রিয়জন হারানো সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
তিনি বলেন, 'বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংহতি প্রকাশ করছে এবং ক্ষয়ক্ষতি থেকে দ্রুত উত্তরণের আশা করছে।'
গতকাল (শুক্রবার, ২৮ মার্চ) দুপুরে কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় মিয়ানমার। সবশেষ খবরে জানা গেচে, দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
আরো পড়ুন: ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
জান্তা সরকার হতাহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানালেও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা, ইউএস জিওলজিক্যাল সার্ভের আশঙ্কা, ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।
এদিকে মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের সবচেয়ে বড় প্রভাব পড়েছে প্রতিবেশি দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। রয়টার্স জানায়, স্থানীয় সময় দুপুর থাইল্যান্ডের চাচুচাক ডিস্ট্রিক্টের বহুতল ভবনটি ধসে পড়ে।