দেশে এখন
0

নেত্রকোনায় ইটের পরিবর্তে বেড়েছে কংক্রিট ব্লকের চাহিদা

পোড়ামাটির ইটের পরিবর্তে নেত্রকোণায় বেড়েছে পরিবেশবান্ধব কংক্রিট ব্লকের চাহিদা। ইতোমধ্যে জেলায় তৈরি হয়েছে কয়েকটি স্বয়ংক্রিয় ব্লক তৈরির কারখানা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ব্লক যাচ্ছে আশেপাশের বেশ কয়েক'টি জেলায়। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা।

কারখানায় স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় পরিবেশবান্ধব কংক্রিট ব্লক বা ইট। মিশ্রণ তৈরিসহ সবকিছুই মেশিনে করা হয়। আর এতে নেই আগুনে পোড়ানোর ঝামেলা।

নেত্রকোণা জেলার কেন্দুয়ায় দু'টি কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে শত শত কংক্রিট ব্লকসহ নির্মাণ কাজে ব্যবহারের নানা ধরনের ব্লক। নির্মাণ শিল্পের বাজারে জনপ্রিয় হয়ে উঠছে এই কংক্রিট ব্লক।

কারখানাগুলোতে বর্তমানে ইটের পাশাপাশি ইউনি ব্লক, হলো ব্লক, সলিড ব্রিকসসহ বিভিন্ন ব্লক তৈরি হচ্ছে। এর মধ্যে ইউনি ব্লকের চাহিদা সবচেয়ে বেশি। এগুলো ব্যবহারের ফলে যেমন সড়ক নির্মাণের খরচ কমে আসছে তেমনি সড়কের স্থায়িত্ব বেড়ে যাচ্ছে কয়েক গুণ।

খোকন ইকো কংক্রিট ব্লক এন্ড ব্রিকসের সহকারী ম্যানেজার মো. তাজুল রহমান বলেন, 'এখানে যেগুলো দিয়ে আমরা তৈরি করছি তা থেকে কোনো বায়ু দূষণ নেই। এগুলো পরিবেশবান্ধব।'

ইটের ভাটায় আগুনে পোড়ানো ইটের তুলনায় এসব কারখানায় ইট তৈরিতে পরিশ্রম একেবারেই কম। তাছাড়া আগুনে পোড়ানো ইট তৈরির ক্ষেত্রে নানা রকম ঝুঁকি থাকলেও কংক্রিট ব্লক তৈরিতে কোনো ঝুঁকি নেই।

পরিবেশবান্ধব হওয়ায় ইটের পরিবর্তে কংক্রিট ব্লক স্থাপনের জন্য ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ বলেন, 'নেত্রকোণাতে এরমধ্যে ২টি কারখানা স্থাপিত হয়েছে। আর বাকি ইটভাটাগুলোকে পর্যায়ক্রমে ব্লকে কারখানায় রুপান্তর করার জন্য কার্যক্রম চালু আছে।'

জেলায় ৪০টি ইটের ভাটার মধ্যে ৩৬ টিই অবৈধ। এসব ভাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এরইমধ্যে দশটি ইটের ভাটা ধ্বংসের পাশাপাশি ৯ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর