দেশে এখন
0

২-৪ দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি, সন্ত্রাসবাদের উত্থান ও বিএনপি- জামায়েতের এই চক্র এরইমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দুই থেকে চারদিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে।

আজ ( বুধবার, ২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যারা সহিংসতায় লিপ্ত ছিল তাদের একে একে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আরও বলেন, ‘আমাদের সর্বশক্তি দিয়ে একে একে চিহ্নিত করে আইনের আওতায় আনবো। আমরা এখান থেকে একপাও সরে দাঁড়াবো না।’

আইনশৃঙ্খলাবাহিনী জীবন দিয়ে দেশ রক্ষা করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশকে অকার্যকর করতে শিক্ষার্থীদের পেছনে চক্রান্তে লিপ্ত ছিল দেশ বিরোধীরা।’

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর