আজ (বৃহস্পতিবার, ১৮ জুলাই) দুপুর ৩টার দিকে আন্দোলনকারীরা বিটিভি ভবনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ভেতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় মেরুল বাড্ডা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।