কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইনমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

—ভেরিফাইড ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী পলক

দেশে এখন
0

চলমান কোটা সংস্কারের দাবিতে রাজপথে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রিফ করবেন আইনমন্ত্রী আনিসুল হক। কিছুক্ষণের মধ্যে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ (বৃহস্পতিবার, ১৮ জুলাই) দুপুরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে এ বিষয়টি জানিয়েছেন।

পোস্টে প্রতিমন্ত্রী পলক লেখেন, 'কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাননীয় আইনমন্ত্রী মহোদয় সংবাদ মাধ্যমে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা প্রদান করবেন।'

জানা যায়, সংসদ ভবন চত্বর থেকে আইনমন্ত্রী এ ব্রিফ করবেন।

প্রতিমন্ত্রী পলকের ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলনে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। যা সংঘর্ষে রূপ নিয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) এই আন্দোলনে সারাদেশে ছয় জনের মৃত্য হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: এখন টিভি

কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন। আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।

এসএস