দেশে এখন
0

খালের সরকারি জমি উদ্ধার করে সীমানা বেষ্টনী দেয়া হবে: মেয়র তাপস

খালের যত সরকারি জমি আছে তা উদ্ধার করে সীমানা বেষ্টনী দিয়ে দীর্ঘ মেয়াদি যাতে রক্ষা করা যায় এবং পানি প্রবাহ নিশ্চিত করা যায় সেই উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ (বুধবার, ১৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর খাল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। 

মেয়র বলেন, ‘ভূমিদস্যুরা একত্রিত হয়েছে। খালগুলো যেন পূর্ণরূপে দখলমুক্ত না হয় তারা সেই অপচেষ্টায় লিপ্ত। খালগুলোকে পুনরুদ্ধার করে ৩ গুণ আয়তন বৃদ্ধি করা হবে।’

জলাবদ্ধতা রোধে যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করা ও দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এসময় শ্যামপুর, মান্ডা, জিরানি, কালুনগর খাল দখলমুক্ত করে পূর্ণরূপে ফিরিয়ে আনার আশ্বাস দেন মেয়র।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর