শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। এরপর থেকেই এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
এর আগে আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতেও বিজিবি মোতায়েন করা হয়।
উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) সারাদেশে পৃথক সংঘর্ষে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন ও ঢাকায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুরে আরও একজনের মৃত্যু হয়েছে সংঘর্ষে।