দেশে এখন
0

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে ১০ দিন পর হাসপাতাল থেকে সন্ধ্যা পৌনে সাতটায় নিজ বাসভবনে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সাবেক এ প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানোর পর আগের চেয়ে সুস্থ আছেন। তবে, যকৃত সংক্রমনসহ অন্যান্য রোগের অবস্থা গুরুতর হওয়ায় যত দ্রুত সম্ভব বেগম জিয়াকে বিদেশে উচ্চ চিকিৎসার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ড।

মঙ্গলবার ( ২ জুলাই)  সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 'ফিরোজা'য় পৌঁছানোর পর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমে জানান, শারীরিক অবস্থা গুরুতর হলেও বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না। 

এসময় তিনি জানিয়েছেন, সুস্থ হয়ে বাসায় ফেরায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

এর আগে বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতি হলে গত ২২ জুন রাত সাড়ে ৩টায় বেগম জিয়াকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ জুন বেগম জিয়ার হৃদ্‌যন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। 

সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফেরার পথে বেগম জিয়ার গাড়ি বহর ঘিরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর