দেশে এখন
0

ট্রেনের দরজায় বসে ভ্রমণ, যুবকের দুই পা বিচ্ছিন্ন

গাজীপুরের টঙ্গী রেল জংশনে ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসে ভ্রমণের সময় এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

শুক্রবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত যুবক আব্দুর রহিম (৩৫) এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। 

টংগী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শার্মা জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী স্টেশনের ১নম্বর লাইনে প্রবেশ করে। এসময় ট্রেনের কোচের দরজায় (প্রবেশমুখে) বসে পা দানিতে পা ঝুলিয়ে বসেছিল ওই ট্রেনের যাত্রী আব্দুর রহিম। ট্রেনটি এক নম্বর লাইনে প্রবেশের সময় তার পা স্টেশনের প্ল্যাটফর্মের সাথে লেগে যায়। এতে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সহযোগিতায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে ব্রাদার আব্দুল আউয়াল বলেন, 'দুপুর ১২টার দিকে ট্রেনের ওই যাত্রীকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন দায়িত্বরত চিকিৎসক নুসরাত জাহান এ্যানী তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক ভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।'

ইএ