আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ দগ্ধ ১১

দেশে এখন
0

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারীসহ ১১জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমজাদ ব্যাপারীর বাড়ির দুই তলায় সুমন নামে এক ব্যক্তি দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। শবে বরাতের রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন।

এ উপলক্ষে তাদের বাসায় চলছিল পিঠা বানানোর উৎসব। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়।

পরে দগ্ধ অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন।

ইএ