দেশজুড়ে যখন আলোচনায় ছাগলকাণ্ড, তখনই নজর কাড়ে মোহাম্মদপুরের রামচন্দ্র খালের জায়গায় নির্মিত 'সাদিক এগ্রো ফার্ম'। টনক নড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এরপরই দেখা যায়, বৃহস্পতিবার (২৭ জুন) এই অংশে উচ্ছেদ অভিযান।
আজ (শুক্রবার, ২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় কাউন্সিলরদের উপস্থিতিতে রামচন্দ্র খালে খননের কাজ শুরু হয়। স্থানীয় কাউন্সিলর জানান, কোনো ঘটনার কারণে নয়, ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই দখল মুক্ত করা হচ্ছে খাল।
উত্তর সিটি ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, 'আমরা টেন্ডারের জন্য আবেদন করেছি। কোভিডের জন্য অনেক টেন্ডার বন্ধ ছিল। মেশিনগুলো না আসা পর্যন্ত আমরা কাজ শুরু করতে পারছি না। আবার কাজ শুরু করতে সিটি কর্পোরেশনের নতুন করে জনবল নিয়োগ দিতে হবে। কিছু জটিলতা নিরসন করে সবগুলো খাল উচ্ছেদ করার চেষ্টা করবো।'
পুরো খালটিই খনন করা হবে। আর তার জন্য যতদিন প্রয়োজন, ততদিনই অভিযান চালানো হবে বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।
তিনি বলেন, 'অবৈধ দখল উচ্ছেদ করতে আমাদের অনেক সময় প্রয়োজন হয়। কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা সেটি পরিচালনা করবো। পুরো ঢাকা শহর থেকে অবৈধ দখল উচ্ছেদ করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।'
এলাকাবাসীর দাবি, মোহাম্মদপুরের রামচন্দ্র খালের যেসব জায়গা ভরাট ও দখল রয়েছে- তা দ্রুত উদ্ধার করে পুনরায় খনন করে জলাবদ্ধতা নিরসেনের কার্যক্রম অব্যাহত রাখুক কর্তৃপক্ষ।