শিক্ষা
দেশে এখন
0

শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

সরকার শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার, ২৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানসহ মোট ৫৬ জনের হাতে পুরস্কার তুলে দেন সরকারপ্রধান। বলেন, 'শুধু গতানুগতিক শিক্ষা নয় শিশুদের সৃজনশীলতাও চর্চা করতে হবে'।

প্রাথমিক শিক্ষা ও শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতেই প্রতিবছর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিশুদের আগামীদিনের কাণ্ডারি করে তুলতেই নানা পদক্ষেপ নিয়ে থাকে মন্ত্রণালয়।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জনকে পদক এবং প্রশাসনিক পর্যায়ে বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক-কর্মকর্তা ও প্রতিষ্ঠানের হাতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এরপরই বক্তব্যে শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সরকারের নেয়া বিনামূল্যে বই বিতরণ, শিক্ষার হার ও মান বাড়ানো, মেয়েদের প্রাথমিক শিক্ষার আওতায় আনাসহ নানা পদক্ষেপ তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে কম্পিউটার ল্যাব স্থাপনসহ প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা করছে সরকার। শুধু গতানুগতিক শিক্ষা নয় সৃজনশীল চর্চার ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএস