কম্পিউটার-ল্যাব

শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

সরকার শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা দুই বছর করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার, ২৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানসহ মোট ৫৬ জনের হাতে পুরস্কার তুলে দেন সরকারপ্রধান। বলেন, 'শুধু গতানুগতিক শিক্ষা নয় শিশুদের সৃজনশীলতাও চর্চা করতে হবে'।