আজ (মঙ্গলবার, ১৮ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেন্টমার্টিন ইস্যুতে বিএনপির বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের সার্বভৌমত্ব কোনোভাবেই হুমকিতে পড়েনি বলেও চ্যালেঞ্জ জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের তরফ থেকে মিয়ানমারকে কোনো উস্কানি দেয়া হবে না। তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোনো দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না।’
দেশের মূল্যস্ফীতির প্রভাব ঈদ আনন্দে পড়েনি বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে বাস্তব চিত্র এমন নয়। মূল্যস্ফীতি ১০ শতাংশ তা অস্বীকার করার উপায় নেই। এটা কমাতে আমাদের আন্তরিকতার কমতি নেই।’
এ সময় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতির খবর প্রকাশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দুদক স্বাধীন। সরকার কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দিচ্ছে না। সরকারের নজরে আসলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’