দেশে এখন
0

২৪ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ করা হবে: মেয়র তাপস

২৪ ঘণ্টার আগেই পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ (সোমবার, ১৭ জুন) অনলাইনে কোরবানি থেকে সৃষ্ট বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'রাতের মধ্যেই পশুর হাটে সৃষ্ট বর্জ্য পরিষ্কার করা হবে। এ কাজ ২ দিন চলবে ধরে চলবে। ২৪ ঘণ্টার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তার অনেক আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সক্ষম হবো। ইতিমধ্যে দুপুর ২টার আগেই দক্ষিণ সিটির ১ নম্বর ওয়ার্ড থেকে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমাদের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা কাজ করছেন। আগামীকাল পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ চলবে। অনেকে দ্বিতীয় দিনেও কোরবানি দিয়ে থাকেন, তাই আমাদের কার্যক্রম চলমান থাকবে।'

এর আগে ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ৬ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দেয় ঢাকার দুই সিটি করপোরেশন। ঈদের দিন দুপুর ২টা থেকে পরের দিন পর্যন্ত ওয়ার্ডভিত্তিক জবাই করা পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম চলার কথা জানায় তারা। দুই সিটি করপোরেশন মিলে বর্জ্য সরানোর কাজে প্রায় ১৯ হাজার জনবল নিয়োজিত রয়েছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর