দেশে এখন
0

ওয়াসার বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগে দক্ষিণ সিটির মামলা

ঢাকা ওয়াসার বিরুদ্ধে স্বাক্ষর ও তারিখ জাল করে অনুমতিপত্র বানিয়ে দেয়ার অভিযোগ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর জন্য রাজধানীর একটি থানায় মামলার আবেদন করেছে সংস্থাটি। দক্ষিণ সিটির কর্মকর্তার অভিযোগ, জাল করে নকল অনুমতিপত্র বানিয়ে সড়কে খোঁড়াখুঁড়ির কাজ করতে চেয়েছিলো ঢাকা ওয়াসা। যদিও ওয়াসা কর্মকর্তাদের দাবি, এটি ঠিকাদারের কাজ। মেয়র ফজলে নূর তাপস বলছেন, প্রতারণামূলক এ অপরাধের জন্য যে আইনি পদক্ষেপ নেয়া দরকার ডিএসসিসি তা করবে।

প্রকল্প আর উন্নয়নের নামে বর্ষার খোঁড়াখুঁড়িই যে ভোগান্তির বড় কারণ, নগরের মানুষ মাত্রই তা ভালো করেই জানেন। তবে নতুন ব্যাপার হলো এই খোঁড়াখুঁড়ি নিয়ে এবার এক সেবা সংস্থা জাল-জালিয়াতির অভিযোগ করেছে আরেক সেবা সংস্থার বিরুদ্ধে।

ঘটনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের শহীদ আব্দুল আলীম খেলার মাঠ লাগোয়া সড়ক ঘিরে। ওয়াসা সংস্কার কাজের জন্য সড়কটি খোঁড়াখুঁড়ির অনুমতি চাইলে ঢাকা সিটির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলীর সই করা চিঠির মাধ্যমে অনুমতি দেয়া হয়। তাতে বর্ষা মৌসুম শুরুর আগেই ২৪ থেকে ৩০ এপ্রিলের মধ্যে কাজ শেষ করতে হবে এমন শর্ত দেয়া হয়। কিন্তু এই জুলাই মাসে এসে সেই কাজ শুরু করে ঢাকা ওয়াসা। এক্ষেত্রে ব্যবহার করা হয় নকল অনুমতিপত্র।

কিন্তু প্রশ্ন হলো, সরকারি কাজের দায়িত্বে থাকা একটি সংস্থা কেন জালিয়াতির আশ্রয় নিলো আরেকটি সরকারি সংস্থার অনুমতি নেবার ক্ষেত্রে। ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, কক্সবাজার সফররত ব্যবস্থাপনা পরিচালক ঢাকায় ফিরলেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগারের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন বলেন, 'এই বিষয়ে আমরা এখন কিছুই জানি না। এমডি স্যার কক্সবাজার আছে। এসে আমাদের সাথে বসবেন।'

তারিখ পরিবর্তন করে ভুয়া স্বাক্ষর ব্যবহার করে খোঁড়াখুঁড়ির শুরু করায় বেশ নড়েচড়েই বসেছে আরেক সেবা সংস্থা ঢাকা দক্ষিণ সিটি। এনিয়ে স্থানীয় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। দক্ষিণ সিটির কর্মকর্তা বলছেন, যেহেতু বর্ষায় সিটি করপোরেশন এখন খোঁড়াখুঁড়ির অনুমতি দেয় না, সেহেতু বর্ষায় মধ্যে ওয়াসা কাজ শুরু করলে বিষয়টি তাদের নজরে আসে।

দক্ষিণ সিটি কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল বলেন, 'অভিযোগ হচ্ছে আমাদেরকে না জানিয়ে সড়ক খনন করা ও অনুমতি ছাড়া খনন করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর জাল করা।'

এনিয়ে ক্ষোভ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপসও। আজিমপুরে নবনির্মিত নগর মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, 'প্রতারণামূলক এসব অপরাধের জন্য আইন অনুসারে যা যা করার তা করবো।'

এই অনুষ্ঠানে মেয়র আরও অভিযোগ করেন, নানা সমন্বয়ের কথা বলা হলেও কোন ধরনের আইনের তোয়াক্কা না করেই সিটি করপোরেশনের অধীন সড়কগুলোতে ইচ্ছেমতো খোড়াখুড়ি শুরু করে সেবা সংস্থাগুলো।

ইএ