ঈদের দিন সকালে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা।
তখন রাষ্ট্রপতি বলেন, ‘যুদ্ধ-বিগ্রহ ও সংঘাত-সংকটের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ নানা প্রতিবন্ধকতা ও কষ্টের মধ্যে জীবনযাপন করছে। ঈদের খুশিতে তারাও যাতে শরিক হতে পারে সে চেষ্টা চালাতে হবে।’
সম্প্রতি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ক্ষতিগ্রস্তদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান তিনি। কোরবানির বর্জ্য সময়মতো সরিয়ে নিতে সিটি কর্পোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।