দেশে এখন
0

পশুর চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মুঠোফোনে এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল হক, পিএসসি।

তিনি বলেন, ‘আমরা প্রতিবছর ঈদে প্রস্তুত থাকি যাতে দেশের কোরবানির পশুর চামড়া পাচার না হয়ে যায়। এ ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে সীমান্তে এছাড়াও আমাদের নিয়মিত যে টহল আছে সেটা আরো জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আমরা জিরো টলারেন্স যাতে কোনোভাবেই বাহিরে চামড়া চলে না যায় সেজন্য সব সময় আমরা সতর্ক আছি।’

আসু