ধর্ম
দেশে এখন
0

আরাফার ময়দানে পৌঁছাতে শুরু করেছেন হজপ্রত্যাশীরা

আজ 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' ধ্বনিতে মুখর হবে পবিত্র আরাফাতের ময়দান। আজ (শনিবার, ১৫ জুন) হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ভোর থেকেই আরাফায় পৌঁছাতে শুরু করেছেন হজপ্রত্যাশীরা।

দুপুরে মসজিদে নামিরা থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে হজের খুতবা শুনবেন সারা বিশ্বের কোটি কোটি মুসলিম। নামিরায় জোহর ও আসরের নামাজও আদায় করবেন তারা।

আরাফায় হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে মুজদালিফায় পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। নামাজ শেষে সেখানেই রাত কাটাবেন খোলা আকাশের নিচে।

এসময় ইবাদতের পাশাপাশি পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা, যা মিনায় ফিরে আগামী তিনদিনে শয়তানের প্রতীক জামারা লক্ষ্য করে ছুঁড়বেন। ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো রীতি মেনে প্রতি বছর মক্কায় হজ পালনে যান লাখ লাখ মুসলিম।

সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার বাধ্যতামূলক এই রীতি বিশ্বের অন্যতম বড় ধর্মীয় মিলনমেলা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর