দেশে এখন
0

কাল নয়, শনিবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আগামীকালের পরিবর্তে শনিবার (৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (বৃহস্পতিবার, ৬ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর পরিবর্তনের কারণ হিসেবে জানা গেছে, আগামী শনিবারের পরিবর্তে রোববার (৯ জুন) ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের অনুষ্ঠান হবে।

সেজন্য আগামীকাল দিল্লি সফরে যাচ্ছেন না বাংলাদেশের সরকারপ্রধান। এর আগে শনিবার নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু তা একদিন পিছানো হয়।

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথকে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।