দেশে এখন
0

‘শিশুশ্রম বন্ধ করতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়’

শিশুশ্রম বন্ধ করতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম। আজ (রবিবার, ২৬ মে) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যলয়ে শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'পরিসংখ্যান ব্যুরো দেশের শিশুশ্রমের সংখ্যা নিয়ে যে তথ্য উপস্থাপন করেছে তা মনগড়া। গত ৫ বছরে দেশে শিশুশ্রম কমেছে, ভবিষ্যতে সমস্যা ধরে শিশুশ্রম বন্ধে সরকার আরও কার্যকরী উদ্যোগ নেবে।'

তিনি বলেন, 'যে সব পরিবার শিশুদের শ্রমে নিয়োজিত করে তাদেরকে নিরুৎসাহিত করতে অসহায় শ্রমিক পরিবারকে কর্মক্ষম ব্যক্তির শ্রমের শর্তে আর্থিক সহায়তা করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কেননা গত ১৫ বছর থেকে সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করছে।'

শিশুশ্রম বন্ধে সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এসময় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এভিএস